
পুরুষ ফলের মাছি আকর্ষণীয় হয় অ্যালকোহলে: গবেষণা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ১৭:২৭
ফলের মাছিদের মধ্যে যেসব পুরুষ মাছি অ্যালকোহল পান করে এরা নারী মাছিদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
খাবারে অ্যালকোহল যোগ হলে তা পুরুষ মাছিদের মধ্যে এমন এক রাসায়নিক পদার্থের নিঃসরণকে বাড়িয়ে তোলে, যা নারী মাছিদের আকর্ষণ করে ও এদের মধ্যে প্রজননের সক্ষমতাও বেড়ে যায়।
ফলের মাছি বা ‘ড্রসোফিলা মেলানোগ্যাস্টার’ নামের মাছিরা বেশিরভাগ সময়ই খাবারের আবর্জনার আশপাশে ঘোরাফেরা করে। কারণ এরা পচা ফল খায়, যা ধীরে ধীরে অ্যালকোহল তৈরি করে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- মাছি
- ফেসবুক ভাইরাল