এবার ঈদে বলিউডে মুক্তি পাওয়া সালমান খানের 'সিকান্দার' নিয়ে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। কারণ, এই ছবির মধ্য দিয়ে দুইবছর পর বলিউডের ভাইজানকে দেখা গেল বড় পর্দায়। যেদিন থেকে 'সিকান্দারে'র পোস্টার প্রকাশ্যে এসেছিল, সেদিন থেকেই প্রহর গুনতে থাকে সালমান ভক্তরা। কিন্তু মুক্তির পর পরই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ছবিটি।
বিষয়টি নিয়ে মন খারাপ ছিল স্বয়ং সালমান খানেরও। তা প্রকাশ করে নায়ক বলেন, বাস্তবে ইন্ডাস্ট্রি থেকে বড় সাহায্যের প্রয়োজন তার। তবে কি ছবিটি বক্স অফিসে একেবারেই ব্যর্থ?
বলা যায়, চার দিনেই স্পষ্ট হয়ে উঠেছে, ছবিটির বক্স অফিস পারফরম্যান্স আশানুরূপ নয়। প্রথম দিন (রোববার) আয় ২৬ কোটি টাকায় থেমেছে। ঈদের দিন (সোমবার) একটু ঘুরে দাঁড়ালেও (২৯ কোটি আয়), পরবর্তী দুই দিনেই রীতিমতো ধস নেমেছে আয়-এ।