কানাডা জাতীয় ক্রিকেট দলের নিকোলাস কার্টন। কানাডার জার্সি গায়ে চড়ালেও তার জন্ম ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বার্বাডোজে। গত রোববার এয়ার কানাডার একটি ফ্লাইটে বার্বাডোজে পৌঁছাতেই তার জীবনে অন্ধকার নেমে এসেছে। মাদক সরবরাহে সংশ্লিষ্টতার অভিযোগ তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
২৬ বছর বয়সি এই অলরাউন্ডারকে গ্রেফতারের পেছনে গুরুতর অভিযোগের খবর জানিয়েছে জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’। বিমানবন্দরে জব্দ করা ২০ পাউন্ড (৯ কেজির বেশি) গাঁজা সরবরাহের সঙ্গে নাকি কার্টনের সংশ্লিষ্টতা আছে।