ভারত দক্ষিণ এশিয়ার ইসরায়েল হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দেশটির লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিবাদ জানিয়েছে শুক্রবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে এ মন্তব্য করে দলটি।
বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেন, ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় এবার চরম বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাস করে ভারতীয় মুসলমানদের ওয়াকফকৃত ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা ও এতিমখানাগুলো রাষ্ট্রীয়ভাবে দখলের পথ সুগম করেছে। আমরা এমন অবিচারের তীব্র প্রতিবাদ জানাই।