
হত্যা মামলায় গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতা
কুমিল্লার তিতাস উপজেলায় ভিটিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য (মেম্বার) আকাশ ওরফে ডেভিল আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মাছিমপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী বলছে, আগস্টের পটপরিবর্তনের পর থেকে আকাশ মেম্বার বেপরোয়া হয়ে উঠেন। চাঁদাবাজি, আওয়ামী লীগ নেতার ভাটা থেকে ইট লুট ও গোমতী নদী দিয়ে চলাচলকারী বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায়সহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। এছাড়াও ২০২২ সালে মানিককান্দিতে যুবলীগ নেতা জহির হত্যা মামলা ও ২০১৩ সালে ভিটিকান্দিতে ছাত্রলীগ নেতা নয়ন হত্যা মামলার আসামি আকাশ মেম্বার।
- ট্যাগ:
- রাজনীতি
- হত্যা মামলা