হোসে মরিনিও থাকলে আলোচিত ঘটনা না থেকে কি পারে! ক্যারিয়ার জুড়েই বিতর্ক যাঁর সঙ্গী, তিনি দল বদলে ফেললেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান। ইস্তাম্বুল ডার্বিতে প্রতিপক্ষ কোচের নাক টিপে দেওয়ার কাণ্ডে বড়সড় নিষেধাজ্ঞা মরিনিও পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে পরশু রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ফেনারবাচে-গ্যালাতাসারাই। এই ম্যাচে গ্যালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক দুই আঙুল দিয়ে মরিনহো টিপে ধরেন মরিনিও। সামাজিক মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়লে মরিনিওকে নিয়ে সমসালোচনার ঝড় বইয়ে যায়। এরই মধ্যে পর্তুগালের ‘এ বোলা’ নামের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে মরিনিও কী ধরনের শাস্তি পেতে যাচ্ছেন। যদি তাঁর নাক টিপে দেওয়ার কাজ আক্রমণ হিসেবে বিবেচিত হয়, তাহলে টার্কিশ ফুটবলের শৃঙ্খলানীতির ৪৪ অনুচ্ছেদ অনুসারে পাঁচ থেকে দশ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন। আর অখেলোয়াড়সুলভ আচরণ হলে এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ফেনারবাচে কোচ।
পেছন থেকে হাত বাড়িয়ে মরিনিও যেভাবে বুরুকের নাক ধরেছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তৎক্ষণাৎ মুখে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন বুরুক। এমন পরিস্থিতিতে মরিনহোকে সরিয়ে নিয়েছিলেন অন্যান্যরা। মরিনহো কী করেছেন, ম্যাচ শেষে সেটার বর্ণনায় গ্যালাতাসারাই কোচ বুরুক বলেছিলেন, ‘যাওয়ার সময় পেছন দিক থেকে এসে আমার নাক চিপে দিয়েছেন তিনি। একটু দাগ পড়েছে। এটা অবশ্যই অনেক ভালো কিছু নয়। আমি বাড়িয়ে কিছু বলব না। কিন্তু এটা গর্ব করে বলার মতো কিছু নয়।’