
প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ানকে শেষ ম্যাচেও পাবে না নিউজিল্যান্ড
পাকিস্তানকে একটু স্বস্তি দিয়ে আরেকটু দীর্ঘ হচ্ছে মার্ক চ্যাপম্যানের ফেরার অপেক্ষা। প্রথম ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরিতে পাকিস্তানি বোলারদের তুলাধুনা করা ব্যাটসম্যানকে সিরিজের শেষ ম্যাচেও পাবে না নিউজিল্যান্ড।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পর ফিল্ডিংয়ে চোট পান চ্যাপম্যান। স্ক্যানে তার হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড ওয়ান টিয়ার’ ধরা পড়ে। তখন বলা হয়েছিল, দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি। ৩০ বছর বয়সী ব্যাটসম্যানকে শেষ ম্যাচে পাওয়ার আশাবাদ জানিয়েছিলেন কোচ গ্যারি স্টেড। তবে শুক্রবার জানানো হয় সেটি শেষ পর্যন্ত হচ্ছে না।
প্রথম ওয়ানডেতে গত শনিবার বিপর্যয়ের মধ্যে নেমে ১১১ বলে ১৩২ রানের ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন চ্যাপম্যান। দ্বিতীয় ওয়ানডেতে তিনি না থাকলেও আরেকটি বড় জয়ে সিরিজ জয় নিশ্চিত করে কিউইরা।
সিরিজের শেষ ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার।
চ্যাপম্যানের চোটের কারণে দ্বিতীয় ওয়ানডের আগে দলে যোগ দেওয়া টিম সাইফার্ট রয়ে যাবেন দলের সঙ্গেই। দীর্ঘদিন পর ওয়ানডে স্কোয়াডে ফিরলেও অবশ্য সেই ম্যাচে খেলার সুযোগ পাননি এই কিপার-ব্যাটার। সবশেষ ওয়ানডে ম্যাচটি তিনি খেলেছেন ২০১৯ সালে। এবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য বিস্ফোরক ফর্মে ছিলেন তিনি।