You have reached your daily news limit

Please log in to continue


ট্রাম্পের শুল্ক: শঙ্কায় পোশাক খাত, লড়াই কোন পথে?

“ভালো নাই ভাই; এক্সপোর্ট ইউএসএতে ৬০ শতাংশ (কোম্পানির মোট রপ্তানির)। বড় ধাক্কা আমাদের ওপর। বিশাল ধাক্কা।”

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতি ঘোষণার কয়েক ঘণ্টা বাদে এ প্রতিক্রিয়া জানালেন পোশাক রপ্তানিকারক শিল্পগোষ্ঠী স্প্যারো’র এমডি শোভন ইসলাম।

ট্রাম্পের আমেরিকাকে ফের মহান করার খায়েশ দুশ্চিন্তায় ফেলেছে দেশের শীর্ষ স্থানীয় এ শিল্পগোষ্ঠীকে। তারা বিশ্বের ২০টি দেশের ৪০টি ক্রেতা কোম্পানির সঙ্গে বাণিজ্য করলেও বেশিরভাগ কার্যাদেশ আসে যুক্তরাষ্ট্র থেকে।

বাংলাদেশ সময় বুধবার রাত ২টার পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন সম্পূরক শুল্কহার ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নতুন ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ নীতির অংশ হিসেবে শতাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন, যাতে বাংলাদেশের রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৩৭ শতাংশ সম্পূরক শুল্কের মুখোমুখি হবে।

এতদিন বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ছিল গড়ে ১৫ শতাংশ, এখন নতুন করে আরও ৩৭ শতাংশ শুল্ক বাড়ায় এটি দাঁড়িয়েছে ৫২ শতাংশে। অর্থ্যাৎ ১০০ টাকার পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র সরকারকে দিতে হবে ৫২ টাকা, এতদিন যা ছিল গড়ে ১৫ টাকা। তাতে করে ভারতের তুলনায় বাংলাদেশের পণ্যের দাম বাড়বে বলে মনে করেন স্প্যারো গ্রুপের এমডি শোভন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন