ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ শর্মা ও আইআরএস কর্মকর্তা শ্রদ্ধা জোশি দম্পতির জীবনের গল্পে নির্মিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি দেখতে হুমড়ি খেয়েছিলেন দর্শকেরা। অল্প বাজেটের এই সিনেমা ২০২৩ সালে বলিউডের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার একটি। মনোজ চরিত্রে প্রাণ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বলিউডের অভিনেতা বিক্রান্ত ম্যাসি। টেলিভিশনের প্রথম সারির অভিনেতা থেকে শুরু করে বড় পর্দার বিখ্যাত তারকা। নিজের ক্যারিয়ারে নিঃসন্দেহে অনেক দূর এগিয়েছেন বিক্রান্ত।
আজ ৩ এপ্রিল আলোচিত এই অভিনেতার জন্মদিন। নিজের অভিনয়ের ওপর ভর করেই তিনি আজ জয় করে নিয়েছেন বহু মানুষের মন। গুগলে তাঁর নাম লিখলেই পাশাপাশি চলে আসবে ‘টুয়েলভথ ফেল’ ছবিটির নাম। ছবিটি নিয়েই সবচেয়ে চর্চিত বিক্রান্তের। ছবির গল্পের মনোজের মতো বিক্রান্তের গল্পটিও সিনেমার মতোই যেন। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন; সিনেমায় প্রতিষ্ঠা পেতে কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে।