You have reached your daily news limit

Please log in to continue


পায়ে প্লাস্টার নিয়েই হলে হলে মোশাররফ করিম

সিনেমার প্রচারে শিডিউল নেওয়ার জন্য অভিনেতা মোশাররফ করিমের পেছনে লোক লাগিয়েছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন। একসময় বিরক্ত হয়ে জীবনকে চেয়ারে হাত-মুখ বেঁধে রাখেন মোশাররফ। এমনটাই দেখা যায় ‘চক্কর ৩০২’ সিনেমার প্রমোশনাল ভিডিওতে। সেখানে ঈদে সিনেমা মুক্তির খবর জানিয়ে শেষে মোশাররফকে বলতে শোনা যায়, ‘সিনেমা রিলিজও হবে, প্রমোশনও হবে’। তবে সিনেমা মুক্তির আগে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার শেষে টিউমার অপসারণ করা হয় তাঁর। তবু নিজের দেওয়া কথা থেকে সরে আসেননি। পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসেই সিনেমার প্রচারে হলে হলে ঘুরছেন মোশাররফ করিম।

ঈদের দিন থেকে বিভিন্ন সিনেপ্লেক্সে চলছে সরকারি অনুদানে নির্মিত চক্কর ৩০২। মুক্তির দুই দিন আগে রাজধানীর বিমানবন্দর-সংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত প্রিমিয়ার শোতে মোশাররফ করিম যখন প্রবেশ করেন, তাঁকে দেখে অবাক হয়েছিলেন উপস্থিত সবাই। কারণ, আর দশ দিনের মতো স্বাভাবিক ছিলেন না তিনি। পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে করে অনুষ্ঠানে প্রবেশ করেন অভিনেতা। সে সময় তিনি জানান, তাঁর পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করে টিউমার সরানো হয়েছে। এরপর একই পায়ে একটি ফোড়া হয়। ফোড়ার এমন অবস্থা হয় যে একসময় ফেটে যায়, যা ক্ষতের সৃষ্টি করে।

প্রিমিয়ারে উপস্থিত হয়েই নিজের দায়ভার শেষ করেননি মোশাররফ। গতকাল রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে চক্কর সিনেমার শো চলাকালীন হাজির হন অভিনেতা। কথা বলেন সিনেমা নিয়ে। অসুস্থ শরীর নিয়ে হল ভিজিট প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এখানে এসেই আমি সুস্থতা বোধ করছি। বিছানায় শুয়ে থাকতে কারও ভালো লাগার কথা নয়। অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরে শুয়ে থাকতে হচ্ছে, সামনেও কিছুদিন এভাবে থাকতে হবে। নিজের কিছুটা অসুবিধা হলেও সবার সঙ্গে দেখা হলো। একসঙ্গে বসে সিনেমাটি দেখার অভিজ্ঞতাটাও জমা থাকল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন