২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে ৯ এপ্রিল। ছয় দলের এই বাছাইপর্বে কারা ম্যাচ পরিচালনা করবেন, তাদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বাংলাদেশের দুই আম্পায়ার থাকছেন টুর্নামেন্টে।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৩ সদস্যের ম্যাচ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই ১৩ সদস্যের মধ্যে আছেন ১০ আম্পায়ার ও ৩ ম্যাচ রেফারি। বাংলাদেশের দুই আম্পায়ার হলেন মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি। ১০ আম্পায়ারের মধ্যে পাকিস্তানেরও আছেন দুই জন। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে থেকে আছেন এক জন করে। তিনটি ভিন্ন দেশের তিন ম্যাচ রেফারি আছেন বাছাইপর্বে। পাকিস্তানের আলী নাকভি, দক্ষিণ আফ্রিকার শান্দ্রে ফ্রিৎজ ও নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড—এই ছয় দল খেলবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে বাছাইপর্বের ম্যাচগুলো। আর এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।