জয়ার বাগানের টাটকা সবজি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ১৫:২৩

দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের বাইরেও তার প্রিয় কিছু বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে ভীষণ পছন্দ করেন। প্রিয় পোষ্য এবং তাদের ছাদ বাগানের বিভিন্ন দৃশ্য অনুরাগীদের জন্য তার ফেসবুকে শেয়ার করেন। এর পেছনে হয়তো জয়ার অন্য উদ্দেশ্যও রয়েছে। তার এ কাজ দেখে যাতে অন্যরা অনুপ্রাণিত হন সেই উদ্দেশ্যও থাকতে পারে এ অভিনেত্রীর।


আজ (৩ এপ্রিল) জয়া তার ছাদ বাগানের কিছু টাটকা সবজি সংগ্রহ করেছেন। এর ছবি তিনি ফেসবুকে প্রকাশ করেছেন। এর ক্যাপশন জয়া ইংরেজিতে লিখেছেন। যার অর্থ দাঁড়ায়, ‘বাগান থেকে টাটকা সবজি সংগ্রহ করলাম।’ তার প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুই জাতের কমুড়া, পাকা মরিচ ও লাউ।


জয়ার এ ছবি দেখে তার ভক্তরা ভীষণ আনন্দিত, তার ছবির মন্তব্যগুলো দেখেই বোঝা যায়। ইমতু নামের একজন জয়ার এ সবজির প্রশংসা করে লিখেছেন, ‘শুধু ফ্রেশ নয়, দেখতেও দারুণ।’ মো. ফয়সাল লিখেছেন, ‘আপা আপনার ফার্ম হাউস কোথায়?’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও