You have reached your daily news limit

Please log in to continue


১ নম্বরে ‘চাঁদ মামা’, ‘কন্যা’ কত নম্বরে

ঈদের আগে প্রথম সাড়া ফেলে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার ‘দ্বিধা’ গানটি। এরপর আসে সজল-নুসরাত ফারিয়া অভিনীত জ্বীন-৩ সিনেমার ‘কন্যা’ গানটি। এ গান নিয়েও চলে আলোচনা। গান দুটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল। কখনো ১, আবার কখনো ২ নম্বর অবস্থানে। ঈদের পর চিত্রটা পাল্টেছে। এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে আছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। শাকিব খানের সঙ্গে এ গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। আর ‘কন্যা’ আছে ৩ নম্বরে। এ ছাড়া  ‘দ্বিধা’ গানটি বুধবার রাতে ছিল ৭ নম্বরে।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছবির ছাড়পত্র পাওয়ার আনন্দ উপহার হিসেবে ‘চাঁদ মামা’ গানের টিজার মুক্তি দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান।

টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। কয়েক ঘণ্টার মধ্যেই গানের টিজার চলে আসে ফেসবুক রিলস থেকে ইউটিউব ট্রেন্ডিংয়েও। এরপর ২৮ মার্চ পুরো গানটি প্রকাশ পায়। প্রীতম হাসানের কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। গানটি প্রসঙ্গে প্রীতম হাসান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এই গান কিন্তু ২০১৭-১৮ সালে বানিয়েছিলাম। ‘বরবাদ’–এর নির্মাতার (মেহেদী হাসান) সঙ্গে গান বানানো নিয়ে যখন কথা হচ্ছিল, তখন গানটি শোনাই। প্রথম শোনাতেই তিনি গানটি পছন্দ করেন। সিনেমায় শাকিব ভাইয়ের চরিত্রের সঙ্গে মিল রেখেই পুরোনো এ গানের কথা মাথায় আসে। শাকিব ভাইয়ের ভক্তদের সঙ্গে আমার শ্রোতারাও গানটি বেশ পছন্দ করেছেন। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটির প্রশংসা পাচ্ছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন