চীনে নতুন বিয়ের সংখ্যা গত বছর এক-পঞ্চমাংশ কমেছে। এটি ইঙ্গিত করে, ২০২৪ সালে দেশটির সরকারিভাবে নিবন্ধিত ৯ দশমিক ৫৪ মিলিয়ন জন্মের সংখ্যা ২০২৫ সালে কমে ৭ দশমিক ৩ থেকে ৭ দশমিক ৮ মিলিয়নের মধ্যে নেমে আসতে পারে। ফলে বিশ্ব জনসংখ্যার ১৭ দশমিক ২ শতাংশ চীন থেকে এলেও বৈশ্বিক জন্মহার অনুযায়ী দেশটির অংশীদারি ৬ শতাংশের কম হবে, যা নাইজেরিয়ার সমান।
চীনে জন্মহার কমতে থাকায় ২০২৫ সালে প্রত্যাশিতভাবে প্রতি নারীতে এটি মাত্র শূন্য দশমিক ৯-এ নেমে আসবে, অথচ একটি দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে হলে প্রয়োজন কমপক্ষে ২ দশমিক ১ জন। অর্থাৎ চীনের জনসংখ্যা ভবিষ্যতে দ্রুত হ্রাস পেতে পারে। ২০১৬ সালে চীনা সরকার যে জন্মহার অনুমান করেছিল, এখনকার পরিস্থিতি তার অর্ধেকের কম। এই সংকট এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে গত মাসের শুরুতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ঘোষণা করেছেন, সরকার জন্মহার বাড়ানোর জন্য নতুন নীতিমালা চালু করবে।