ঈদের দিন থেকে শুরু করে তিনদিন চ্যানেল আই, এনটিভি, মাছরাঙাসহ অন্যান্য টেলিভিশন স্টেশনগুলোতে প্রচার করা হচ্ছে বেশকিছু পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এসব সিনেমার মধ্যে কিছু সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারও হচ্ছে।
ঈদের তৃতীয় দিন 'আগন্তুক', 'শান'সহ দেখানো হবে আরো কয়েকটি সিনেমা। ঈদের তৃতীয় দিনের সিনেমাগুলোর খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
চ্যানেল আইয়ে ‘আগন্তুক’
সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ সিনেমার টিভি প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আইয়ে। সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে সিনেমাটি। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। তিনি ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন।