You have reached your daily news limit

Please log in to continue


এবার ঈদে কোনো শুভেচ্ছা বার্তা দেননি ট্রাম্প

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করা হলেও, এবারের ঈদুল ফিতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো শুভেচ্ছা বার্তা জানাননি। ঐতিহ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টরা প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকেন। তবে এবার সে রীতি ভঙ্গ হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি দেননি।

রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) শবে কদর উপলক্ষে হোয়াইট হাউসে এক জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। বিলাসবহুল এই আয়োজনে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘রমজান মুবারক’। এছাড়া তিনি উল্লেখ করেন, ‘নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। যতদিন আমি প্রেসিডেন্ট আছি, ততদিন আপনাদের পাশে থাকব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন