
ব্যাট-বলের ঝলকে অস্ট্রেলিয়ার চুক্তিতে কুনেমান-কনস্টাস-ওয়েবস্টার
দুই টেস্ট খেলে একটি ফিফটি। এরপর জায়গা হারাতে হয়েছে একাদশে এবং স্কোয়াডেও। কিন্তু ওই এক ফিফটিতে এক সম্ভাবনার ছবি মেলে ধরেছেন স্যাম কনস্টাস, জায়গা পেয়ে গেছেন তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিতে। তরুণ এই ব্যাটসম্যানের মতো প্রথমবার চুক্তিতে ঠাঁই পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার বাউ ওয়েবস্টার। এছাড়া চুক্তিতে ফিরেছেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে নতুন সংযোজন এই তিন ক্রিকেটার। গত মৌসুমের চুক্তি থেকে বাদ পড়েছেন অফ স্পিনার টড মার্ফি, অলরাউন্ডার অ্যারন হার্ডি ও পেসার শন অ্যাবট।
ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির বক্সিং ডে টেস্টে গত ডিসেম্বরে ফিফটি করার পথে দুঃসাহসী কিছু শট খেলে ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলেন কনস্টাস। ৬০ রানের ওই ইনিংসের পর সিরিজে তিনটি ইনিংস খেলে বড় কিছু আর করতে পারেননি তিনি। পরে শ্রীলঙ্কা সফরের দলে থাকলেও একাদশে জায়গা মেলেনি। ঘরোয়া ক্রিকেটে খেলতে সিরিজের মাঝপথে তাকে দেশে ফেরত পাঠানো হয়। তবে প্রতিভা, সম্ভাবনা ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স মিলিয়ে চুক্তিতে রাখা হলো ১৯ বছর বয়সী ব্যাটসম্যানকে।
- ট্যাগ:
- খেলা
- ব্যাটসম্যান
- স্পিনার