ওয়ালমার্টে প্রসববেদনায় মার্কিন মহিলা, সাহায্যের হাত বাড়ালেন কর্মীরা
টেক্সাসের ওয়ালমার্টে কেনাকাটা করতে এসছিলেন এক মার্কিন মহিলা। ৩১ বছর বয়সী ওই মহিলার নাম সেরেনা মানসেরা। সঙ্গে ছিলেন স্বামী জুয়ান মানসেরা এবং তিন সন্তান। কিন্তু হঠাৎই প্রসববেদনা শুরু হয় সেরেনার। খবর পেয়ে দোকানের কর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এর পর তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে সুস্থ সবল এক সন্তানের জন্ম দিয়েছেন সেরেনা। সম্প্রতি এমনই এক পোষ্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও সত্যতা যাচাই করেনি ‘এই সময় অনলাইন’।
একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মানসেরা পরিবার ছুটি কাটানোর জন্য সমুদ্রে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেই কারণেই বেড়াতে যাওয়ার আগে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ওয়ালমার্টে গিয়েছিলেন তাঁরা। কিন্তু কেনাকাটার শেষে বিল করানোর সময়ই ঘটে বিপত্তি। প্রসববেদনায় কাতরাতে থাকেন সেরেনা। এমনকী তাঁর দু’পা দিয়ে রক্তের ধারা বইতে থাকে। কিন্তু ভয় না পেয়ে সাহায্যের আবেদন জানান সেরেনা।