
‘ম্যাম’ না বলায় রেগে কাঁই, কর্মীকে দিয়ে ১০০ বার কী লেখালেন CEO?
eisamay.com
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ১৮:৪৫
বানান ভুল হলে পাতার পর পাতা জুড়ে লিখতে হতো ঠিক বানান। স্কুলজীবনে এমন শাস্তি পাননি এমন লোক খুঁজে পাওয়া ভার। কিন্তু তাই বলে কর্পোরেট জীবনেও এমন শাস্তির মুখে পড়তে হবে তা হয়তো ভাবতেও পারেন নি কেউ। তবুও এমন শাস্তির মুখেই পড়তে হয়েছে কর্পোরেট অফিসে কাজ করা এক সিনিয়রকে। সংস্থার সিইও-কে নাম ধরে ডাকায় শাস্তির মুখে পড়তে হলো ওই কর্মীকে।
কী শাস্তি?
সংস্থার সিইও-র নির্দেশে ওই কর্মীকে ১০০ বার লিখতে হয়েছে, ‘আমি আপনাকে নাম ধরে ডাকব না’। সিইও-কে ডাকার সময়ে 'ম্যাম' সম্বোধন করেননি ওই কর্মী, সেই কারণেই এই শাস্তি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট-এ এমনটাই দাবি করেছেন ওই সংস্থারই এক কর্মী।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল