
১৪ বছর আগের উপকার আজও ভোলেননি DSP, ভাইরাল সৌজন্য সাক্ষাতের ভিডিয়ো
eisamay.com
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ১৮:৪৪
মধ্যপ্রদেশের এক DSP ভোপালের একজন সব্জি বিক্রেতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের একটি হৃদয়বিদারক ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইন্টারনেটে লক্ষ লক্ষ দর্শকদের হৃদয় কেড়েছে সেই ভিডিয়োটি।
জানা গিয়েছে, ১৪ বছর আগে ভোপালের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় আর্থিক সমস্যায় পড়েছিলেন মধ্যপ্রদেশের ওই পড়ুয়া। সেই সময় তাঁকে বিনামূল্যে সব্জি দিয়ে সাহায্য করতেন বিক্রেতা সলমান খান। সেই উপকারের কথা আজও ভোলেননি ওই যুবক। তিনি এখন মধ্যপ্রদেশের একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। সেই সব্জি বিক্রেতাকে খুঁজে বের করে তাঁর সঙ্গে দেখা করলেন ডিএসপি। তাঁকে বুকে জড়িয়ে আলিঙ্গন করলেন তিনি। সেই মুহুর্তের ছবি নিমেষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।