
টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ১২:১৯
টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ, এমন একটি ধারণা যা কল্পবিজ্ঞান সাহিত্যে প্রচলিত। অর্থাৎ এমন এক যন্ত্র, যা দিয়ে আপনি অতীতে ফিরে যেতে পারবেন, যেমন সম্রাট আকবরের রাজসভায় বা পিরামিড নির্মাণের মুহূর্তে।
যদিও এটি এখনও কল্পনা ছাড়া কিছু নয়, তবে গুগল আপনাকে অতীতের সময়গুলো অনুভব করার সুযোগ দিচ্ছে। বিশ্বাস না হলে, জেনে নিন বিস্তারিত।
গুগল সম্প্রতি একটি নতুন ফিচার চালু করেছে, যার মাধ্যমে আপনি অতীতের ছবি দেখতে পারবেন। এর জন্য আপনাকে গুগল ম্যাপ বা গুগল আর্থ অ্যাপটি খুলে লোকেশন সার্চ করতে হবে। তারপর লেয়ার অপশনে গিয়ে টাইম ল্যাপ্স সিলেক্ট করতে হবে। এতে আপনি দেখতে পারবেন, যেমন ১৯৩০ সালে বার্লিন, লন্ডন, প্যারিস কীভাবে ছিল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গুগল ম্যাপস
- গুগল ম্যাপ