You have reached your daily news limit

Please log in to continue


ঈদ সালামিতে আনন্দ ভাগাভাগি

ঈদের খুশিতে নতুন জামার মতো আনন্দ দেয় বড়দের থেকে ঈদ সালামি পাওয়া। ‘ঈদ সালামি’ শব্দটি মূলত আমাদের উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রচলন। সচরাচর ঈদের দিনে বড়দের থেকে উপহার হিসেবে পাওয়া নগদ টাকা ঈদ সালামি হিসেবে পরিচিতি। আর সবার শৈশবের ঈদ সালামির সদৃশ বিষয় ছিল- ঈদের দিন পাওয়া সালামি আমাদের মা কিংবা বড় বোন সংরক্ষণের কথা বলে যে নিত সেটা আর আমাদের পাওয়া হতো না।

ঈদের দিন নতুন জামা-কাপড়ের পাশাপাশি ছোটদের আরেকটি বড় আকাঙ্ক্ষা হলো নতুন টাকার সালামি! চকচকে একদম নতুন নোট পেলে তাদের চোখ-মুখ যেন আলাদা এক আনন্দে ঝলমল করে ওঠে। আসলে নতুন টাকার প্রতি এই ভালোবাসা আর ঈদ সালামির সংস্কৃতি একসাথে মিশে এক সুন্দর ঐতিহ্যে পরিণত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন