You have reached your daily news limit

Please log in to continue


ছন্নছাড়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘মানবেতর ঈদ’

রাজনৈতিক পটপরিবর্তনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীই এখন ছন্নছাড়া। তাদের অবস্থা অনেকটা গত দেড় দশক পালিয়ে বেড়ানো বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের মতো। দলের বড় নেতাদের একাংশ দেশের বাইরে, একাংশ জেলে। কর্মী ও তৃণমূলের নেতারা এলাকাছাড়া। ঈদের কেনাকাটা দূরের কথা, ঈদগাহে যাওয়ার কথাও ভাবতে পারছেন না। এমন ‘মানবেতর’ ঈদ কখনো কাটায়নি বৃহৎ এ দলটির নেতা-কর্মীরা।

সাত মাস আগেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের জীবন ছিল রীতিমতো রাজকীয়। ঈদ ছিল জমজমাট। অথচ এখন তারা ফেরারি। দলটির নেতাকর্মীরা বলছেন, তাদের জন্য এবারের ঈদ মানবেতর। নেতাদের খুঁজে পায় না কর্মীরা, খোঁজ-খবর নেয় না, এমন অভিযোগও আছে। আবার নেতারা বলছেন, সবার তো একই অবস্থা। কে কার খবর নেবে, কীভাবে নেবে?

ঈদ নিয়ে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা যা বলছেন

যুবলীগ নেতা শেখ জয়নুল আবেদিন রাসেল জাগো নিউজকে বলেন, ‘১৯৭১ সালের পর এবার প্রথম স্বাধীন বাংলাদেশে মানবেতর ঈদ কাটাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিবার, বাড়িঘর আত্মীয়-স্বজন ছাড়া ঈদ হচ্ছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। ইনশাআল্লাহ শেখ হাসিনা আপা যেদিন দেশে ফিরবেন, সেদিন আমরা ঈদ উদযাপন করবো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন