দেশের আকাশে রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আর কয়েক ঘণ্টা পর পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এখন চলছে ঈদ উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশে প্রতিবছর ঈদকে কেন্দ্র করে বাজারে বিভিন্ন পণ্যসামগ্রীর দাম বাড়লেও এবার ঢালাওভাবে সে রকম কিছু ঘটেনি। স্থিতিশীল রয়েছে মসলার বাজারও।
রোববার (৩০ মার্চ) দুপুরে সরেজমিনে রাজধানীর প্রাণকেন্দ্রে কারওয়ান বাজারের কাঁচাবাজার পরিদর্শন করে এমন চিত্র দেখা যায়। এ বাজারের দশটি দোকান ঘুরে প্রায় একই চিত্র দেখা যায়।