
‘লুসিফার-২’ সিনেমার গুজরাট দাঙ্গা নিয়ে বিতর্কে মোহনলাল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১৯:১৪
দক্ষিণী অভিনেতা মোহনলালের ‘লুসিফার-২: এমপুরান’ সিনেমায় গুজরাট দাঙ্গার উল্লেখ থাকায় প্রবলভাবে সমালোচনার মুখে পড়েছেন। এরপর বিতর্ক বাড়তেই প্রকাশ্যে এসে ক্ষমা চেয়েছেন তিনি। এ অভিনেতা ফেসবুকে নিশ্চিত করেছেন যে, সিনেমা থেকে ‘এই ধরনের দৃশ্য (বিতর্কিত) সরিয়ে ফেলা হবে’। তার পোস্টে তিনি ক্ষমাও চেয়েছেন।
পোস্টে মোহনলাল জানিয়েছেন, তিনি জেনেছেন তার সিনেমার কিছু দৃশ্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। তিনি মালয়াল ভাষায় লিখেছেন, ‘আমি জেনেছি “লুসিফার” সিরিজের দ্বিতীয় পর্ব “এমপুরান” সিনেমায় কিছু রাজনৈতিক ও সামাজিক বিষয় অনেক মানুষকে অনেক কষ্ট দিয়েছে। একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব হলো যে, কোনো রাজনৈতিক আন্দোলন, আদর্শ বা সম্প্রদায়ের প্রতি ঘৃণা কোনো সিনেমায় থাকবে না তা নিশ্চিত করা।’