তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’ চীন: খলিলুর রহমান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১৭:৫৭

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফরের বিভিন্ন দিক তুলে ধরে তার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, চীন তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’ প্রতিক্রিয়া দেখিয়েছে।


প্রধান উপদেষ্টার চীন সফরে আগামী ৫০ বছরের পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে রোবার দুপুরে ঢাকার ফের সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খলিলুর রহমান এ কথা বলেন।


তিনি বলেন, “প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে পানিসম্পদ নিয়ে দীর্ঘ, বিস্তৃত ও গভীর আলাপ করেছেন। বাংলাদেশের রিভার সিস্টেমকে আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি, ব্যবহার করতে পারি, এসব বিষয়ে চীন আমাদের জন্য একটা অত্যন্ত বড় দৃষ্টান্ত।


“তারা এসব বিষয়ে পৃথিবীতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। আপনারা তাদের বিভিন্ন বিশাল বিশাল প্রজেক্টগুলো দেখলেই বুঝতে পারবেন। এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তা চেয়েছেন, তারাও সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও