
যাত্রাপথে বমি বিড়ম্বনা
দেশ রূপান্তর
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১৩:৫৩
যাত্রাপথে অনেকেরই গাড়িতে বা বাসে ভ্রমণ করলে বমি বা বমির ভাব হয়, মাথা ঘোরে বা মাথা ব্যথা করে। এ কারণে ভ্রমণের আনন্দটি মাটি হয়ে যায়। এই বিরক্তিকর সমস্যার জন্য অনেকে গাড়িতে বা বাসে চড়তেই ভয় পান। একে ‘মোশন সিকনেস’ বলে। গতি ও জড়তার ফলে মস্তিষ্কে সমন্বয়হীনতার কারণে এমন হয়। যারা এই বিরক্তিকর সমস্যায় আক্রান্ত, তাদের ভ্রমণটাকে আনন্দপূর্ণ করতে কিছু পরামর্শ।
যা করবেন : গাড়ি বা বাসের সামনের দিকে বসুন, চেষ্টা করুন জানালার পাশে বসতে। বাইরে দৃষ্টি প্রসারিত করুন। রাতের বেলায় ভ্রমণের সময় চোখ বুজে থাকুন।