You have reached your daily news limit

Please log in to continue


ঈদের আগে চড়া সবজির বাজার, দাম বেড়েছে মাছ-মাংসেরও

দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। মুসলমান ধর্মাবলম্ভীদের উৎসবকে ঘিরে বাজারে ভিড় করছে মানুষেরা। যার ব্যতিক্রম নয় শরীয়তপুরের ডামুড্যায়ও। ঈদকে সামনে রেখে উপজেলাটিতে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। প্রতিটি সবজিতে দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা। দাম বেড়েছে মাছ ও মাংসের।

উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম বেড়ে গেছে। বাজারে সবজির সরবরাহ অনেকটাই কমে। শীত-গ্রীষ্মের মাঝামাঝি মৌসুম হওয়ায় সবজির দাম বেশি বলে দাবি করছেন বিক্রেতারা।

ডামুড্যা কাঁচাবাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, করল্লা ৮০ থেকে ১০০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৯০ টাকা, ঢেঁড়শ ৬০ থেকে ৮০ টাকা ও সজনে ডাটা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ থেকে ২০০ টাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন