You have reached your daily news limit

Please log in to continue


ভেনিসের খালে বেজোসের বিয়ে: বিলাসবহুল সব হোটেল বুকড, প্রমোদতরী নিয়ে বিপত্তি

আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তাঁর বাগ্‌দত্তা লরেন সানচেজ এ বছর ইতালির ভেনিসে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। চোখ জুড়ানো জলাধার আর ঐতিহাসিক সৌন্দর্যের জন্য বিখ্যাত শহরটি এই রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে। তবে জলপথে বিচরণ নিয়ে ভেনিসের কঠোর বিধি–নিষেধের কারণে বেজোসের বিলাসবহুল ইয়টটি (প্রমোদতরী) শহরের কেন্দ্রস্থলে প্রবেশের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, এই দম্পতি জুনের শেষ সপ্তাহে (২৬ জুন) ৫০০ মিলিয়ন ডলারের সুপার ইয়ট ‘কোরু’-তে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। এই বিশেষ অনুষ্ঠানের জন্য তাঁরা গ্র্যান্ড ক্যানালের পাশে পাঁচটি বিলাসবহুল হোটেল প্রায় পুরোটাই বুক করে ফেলেছেন। এর মধ্যে রয়েছে গ্র্যান্ড আমান হোটেল, যেখানে ২০১৪ সালে জর্জ ক্লুনি এবং আমাল আলামুদ্দিনের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান হয়েছিল। এ ছাড়া গ্রিত্তি প্যালেস, বেলমন্ড হোটেল সিপ্রিয়ানি, সেন্ট রেজিস ভেনিস এবং হোটেল ড্যানিয়েলিও অতিথিদের জন্য সংরক্ষিত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন