
ঈদের পরও বাজারে আসছে না নতুন নোট
বাজারে নতুন টাকার সরবরাহ নিয়ে সৃষ্টি হয়েছে এক জটিল পরিস্থিতি। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত নতুন নোট ঈদের আগে ছাড়া হয়নি এবং ঈদের পরও তা বাজারে আসবে না। আগেই ছাপানো নোটগুলো ভল্টে জমা থাকলেও সরকারের নীতিগত কারণে সেগুলো বিতরণ স্থগিত রাখা হয়েছে। এই অবস্থায় অনেক ব্যাংক তারল্যসংকটে পড়েছে, বিশেষত যেসব ব্যাংক নগদ টাকার সংকটে রয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, জুলাই মাসে নতুন নোট বাজারে আসবে, তবে তার আগে ভল্টে জমে থাকা পুরোনো নোটগুলো পুড়িয়ে নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ব্যাংকগুলোর ভল্টে জমে থাকা নতুন নোট এখন কোনো কাজে আসছে না, যা তাদের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করেছে। বিশেষ করে, ঈদের আগে নতুন নোট বাজারে ছাড়ার প্রচলিত রীতি ভেঙে যাওয়ায়, ব্যাংকগুলোর নগদ টাকার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। অনেক ব্যাংকের শাখায় ৫, ২০ ও ৫০ টাকার বিপুল পরিমাণ নতুন নোট জমে রয়েছে; কিন্তু সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। এদিকে, বাংলাদেশ ব্যাংকও আপাতত এই নোট ফেরত নিচ্ছে না, ফলে ব্যাংকিং খাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।