গরমের এই ঈদে চুল বাঁধবেন যেভাবে

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১৩:২৮

চুল নিয়ে আমাদের আদিখ্যেতার শেষ নেই। শেষ নেই একে সুন্দর করে উপস্থাপনার ক্ষেত্রেও। কতরকম ভাবে যে চুল বাঁধা যায়, তার কোনো লেখাজোকা নেই। তবে হ্যাঁ, এই গরমে চুল খোলা রাখা দুঃসাহসই বলা চলে। এতে ঘেমে নেয়ে অবস্থা তো খারাপ হয়ই, ধুলোবালিতে চুলের ক্ষতিও হয়।


তবে ঈদ বলে কথা। গরম হোক আর ঠান্ডা এ সময় চাই স্টাইলিশ লুক। বিশেষ দিনে আটপৌরে ধরনে চুল বাঁধতেও মন চায় না নিশ্চয়ই। তাই ঝটপট শিখে নিন কিছু গ্রীষ্মকালীন হেয়ারস্টাইল। চুলের এই স্টাইলগুলো একদিকে আপনাকে আরাম দেবে। অন্যদিকে ঈদ উৎসবে দেখাবে স্মার্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও