
ঢাকা থেকে ছেড়ে গেছে ১৪ ট্রেন, নেই শিডিউল বিপর্যয়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১০:৪১
ঘড়ির কাঁটায় সকাল ঠিক ৯টা ৫ মিনিট। কমলাপুর রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো রংপুর এক্সপ্রেসে হুইসেল বেজে উঠলো। বাইরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা হুড়মুড় করে ট্রেনের বগিতে উঠতে শুরু করলেন। একেবারে নির্ধারিত সময় ৯টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশে স্টেশন ছেড়ে গেলো ট্রেনটি।
শুধু রংপুর এক্সপ্রেস নয়, প্রায় প্রতিটি ট্রেন কমলাপুর স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে৷ স্টেশনেও তেমন ভিড় নেই৷ ট্রেনে উঠতে চিরচারিত সেই হুড়োহুড়ি, ঠেলাঠেলিও নেই। পাশাপাশি ছাদে চড়ে ঝুঁকিপূর্ণ ভ্রমণের চিত্রও চোখে পড়েনি।
রোববার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়।