
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে একমত ৫২টি রাজনৈতিক দল
আগামী নির্বাচন কবে হবে-এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে ধোঁয়াশা দেখা দিয়েছে। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে একেক সময় একেক ধরনের বক্তব্যে কেউ আস্থা রাখতে পারছে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ৫২টি রাজনৈতিক দল।
দলগুলোর দায়িত্বশীল নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা। তা না হলে এপ্রিলের শেষদিকে রাজপথে নামার কর্মসূচি দেওয়া হবে। এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি ও তার মিত্রদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বিএনপিসহ ৫২টি (নিবন্ধিত ও অনিবন্ধিত) রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে একমত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিন-তারিখসহ একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চায় এসব দল। এ দাবিতেই প্রয়োজনে কর্মসূচি নিয়ে মাঠে নামার বিষয়েও ঐকমত্য হয়েছে। তবে এক্ষেত্রে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের ভূমিকা কি হবে তা এখনো স্পষ্ট নয়। যদিও এসব দলগুলোও প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের পক্ষে।