১ মাসের বেতন-বোনাস না পাওয়া পর্যন্ত শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ২২:৩৫

টিএনজেড গ্রুপের শ্রমিকদের পূর্ণাঙ্গ বকেয়া বেতন-বোনাস পরিশোধ না করা হলে, শ্রম ভবনের সামনেই ঈদ পালনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকেরা। অন্যদিকে আপাতত ৩ কোটি টাকার ব্যবস্থা করাসহ ঈদের পর মে দিবসের আগেই পুরো সংকটের সমাধান হবে প্রতিশ্রুতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা।


শ্রমিক নেতাদের সর্বশেষ দাবি, অন্তত এক মাসের পূর্ণাঙ্গ বেতন ও ঈদের বোনাস না পেলে শ্রম ভবনের সামনেই ঈদ পালন করবেন তারা।


আজ শনিবার বকেয়া বেতনের ও বোনাসের দাবিতে চলমান অবস্থান কর্মসূচির মধ্যেই শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রম সচিব। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠক চলে বিকেল পৌনে ৫টা পর্যন্ত। বৈঠকে অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডের শ্রমিক নেতা শহিদুল ইসলাম, রেখা আক্তার তিন্নি ও সত্যজিৎ বিশ্বাসসহ ১৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও