
প্রশিক্ষক হিসেবে ক্লাস নিলেন মিলা
ডেইলি স্টার
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ২০:৫৬
গত দশকের জনপ্রিয় পপতারকা মিলা। 'রূপবানে নাচে কোমর দুলাইয়া'-র মতো জনপ্রিয় সব গানে সুর দেওয়া এই সংগীতশিল্পী এখন দিচ্ছেন গানের প্রশিক্ষণ।
সম্প্রতি শিল্পকলা একাডেমির একটা কর্মশালায় উদীয়মান শিল্পীদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি।
মিলা দ্য ডেইলি স্টারকে জানান, কর্মশালায় মূলত ব্যান্ড সংগীতের পরিবেশনার কৌশল শিখিয়েছেন।
'আমার দীর্ঘ ক্যারিয়ারে এটি একটি নতুন অভিজ্ঞতা। ব্যান্ড শিল্পীরা কীভাবে মঞ্চে গান গাইবেন, তাদের উপস্থাপনা কেমন হবে, শ্রোতাদের সঙ্গে কীভাবে সংযোগ স্থাপন করবেন, এসব শিখিয়েছি,' বলেন মিলা।
এই কর্মশালায় 'সংগীতের অনেকে মানুষ অংশ নিয়েছেন' বলেও জানান তিনি।
- ট্যাগ:
- বিনোদন
- প্রশিক্ষক
- গান শেখা
- মিলা ইসলাম