বিলুপ্ত হয়ে যাচ্ছে ডিএসসিসির হোমিওপ্যাথি ক্লিনিকগুলো

ডেইলি স্টার প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ২০:২৬

জীর্ণ-শীর্ণ একতলা ভবনের দেয়াল ভেঙে পড়ছে, জায়গায় জায়গায় খসে পড়েছে পলেস্তারা। মেঝে ক্ষয় হয়ে বেরিয়ে এসেছে ইট ও বালু। প্রবেশদ্বারের ওপরে ঝুলছে মরিচা ধরা সাইনবোর্ড, তারও অনেক জায়গা ক্ষয়ে গেছে। এমনই 'রোগাক্রান্ত' এক ক্লিনিকে বসে রোগীদের চিকিৎসা ও ওষুধ দিচ্ছেন চিকিৎসক।


এটাই সূত্রাপুরের দলপট্টি মোড়ে অবস্থিত ফরাশগঞ্জ হোমিওপ্যাথি চ্যারিটেবল ডিসপেনসারির চিত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যে কয়েকটি হোমিওপ্যাথি ক্লিনিক পরিচালনা করে, এটি তার মধ্যে একটি।


সরেজমিনে দেখা যায়, একটি ফাঁকা ধুলো জমা কাঠের শোকেস, চারটি জীর্ণ চেয়ার, একটি টেবিল, একটি স্টিলের আলমারি ও রোগীদের বসার জন্য একটিমাত্র বেঞ্চ। এক কথায় বললে, অল্প কয়েকটি পুরনো আসবাব রয়েছে সেখানে।


আলমারিতে রয়েছে ডিএসসিসির সরবরাহ করা ওষুধ ও গুরুত্বপূর্ণ নথিপত্র।


ক্লিনিকটির পরিস্থিতি একটা জরাজীর্ণ হলেও নিয়মিত রোগীরা এখানে আসেন চিকিৎসা নিতে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও