ফাঁকা ঢাকায় অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না

জাগো নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১৯:০৫

পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়েও নিরাপত্তা সচেতনতাবোধ তৈরি হতে হবে। ঢাকায় এবার ঈদে প্রায় ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া র‌্যাব, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন।


ঈদুল ফিতর উৎসব মুখর ও নিরাপদ করতে পদক্ষেপ বিষয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সাক্ষাৎকারটি নিয়েছেন তৌহিদুজ্জামান তন্ময়।


ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন?


সাজ্জাত আলী: ঢাকা মেট্রোপলিটন পুলিশের জোর তৎপরতায় রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। ব্যাপক পেট্রোল বাড়িয়েছি। বর্তমানে দিনে ২৫০ এবং রাতে ২৫০ পেট্রোল দায়িত্ব পালন করছে। প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লকরেড হচ্ছে। পুলিশি তৎপরতায় ছিনতাই ও চাঁদাবাজির মতো ঘটনা অনেকাংশে কমে গেছে। সবার সহযোগিতা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আসন্ন ঈদেও আশা করছি পুলিশের তৎপরতায় অপরাধ অনেকাংশে কম থাকবে।


ঈদের নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে?


সাজ্জাত আলী: কঠোর নিরাপত্তা বলয় থাকবে। রাস্তায় তল্লাশিচৌকি বসানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গা ও আবাসিক এলাকায় টহল জোরদার করা হবে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও