মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, বাংলাদেশের প্রস্তুতি কতখানি?

ঢাকা পোষ্ট অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১১:৩৫

২৮ মার্চ ২০২৫, দুপুরের দিকে মিয়ানমারে অনুভূত হওয়া ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি কেবল একটি দেশের ভূখণ্ডকেই কাঁপিয়ে দেয়নি, বরং এর তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে শত শত মাইল দূরে অবস্থিত থাইল্যান্ড, চীন ও বাংলাদেশেও।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের উত্তর-পশ্চিমের সাগাইং শহরের কাছে। প্রথম কম্পনের ১২ মিনিট পরেই ছয় দশমিক চার মাত্রার আরেকটি কম্পন অনুভূত হওয়াতে আতঙ্ক আরও বেড়ে যায়। এই শক্তিশালী ভূমিকম্পটি একদিকে যেমন প্রতিবেশী দেশগুলোর ভূ-প্রাকৃতিক সংযোগের প্রমাণ দেয়, তেমনি অন্যদিকে একটি বৃহৎ আঞ্চলিক দুর্যোগের অশনি সংকেতও বহন করে আনে।


বিশেষত বাংলাদেশের জন্য এই ভূমিকম্প একটি সুস্পষ্ট বার্তা। আমাদের ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান ভূমিকম্প প্রবণতা ভবিষ্যতে আরও বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে এবং সেই ঝুঁকি মোকাবিলায় এখনই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা অপরিহার্য। মিয়ানমারে তুলনামূলকভাবে ঘন ঘন ভূমিকম্পের ইতিহাস বিদ্যমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও