
অস্বাভাবিক দাঁত ও মাড়ির প্রদাহ
আমাদের খাদ্যভ্যাসের পরিবর্তন, যান্ত্রিক জীবনযাপনসহ নানা কারণে চোয়ালের হাড় ও ৩২টি দাঁতের মধ্যে সামঞ্জস্যের অভাবে অনেকের আক্কেল বা উইসডম দাঁত ঠিকমতো উঠতে পারে না। একটু উঠে লক হয়ে যায় বা সামনের দাঁতের দিকে উঠে বা চোয়াল কিংবা জিহ্বার দিকে বাঁকা হয়ে ওঠে। বেশির ভাগ ক্ষেত্রে অসম্পূর্ণ বা ক্রটিপূর্ণভাবে ওঠার কারণে দাঁতটির সঙ্গে মাড়ির সুনির্দিষ্ট বন্ধন নষ্ট হয়, ফলে দাঁত ও মাড়ির ফাঁকে খাবার জমে আর সহজেই সেখানে ব্যাকটেরিয়া গোত্রের জীবাণু জড়ো হয়ে এমন প্রদাহের সৃষ্টি করে। স্থানটি একটু ফুলে উঠলেই বিপরীত দাঁত দিয়ে ঘর্ষণজনিত জটিলতার সৃষ্টি করে অসহনীয় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
লক্ষণ
আক্রান্ত স্থানে শুরুতে একটু অস্বস্তি, লাল হয়ে যায়, জিহ্বা দিয়ে চাপ বা
চুষলে রক্ত আসে
বাজে গন্ধ ও পচা স্বাদ লাগে
ব্যথার তীব্রতা বাড়ার সঙ্গে স্থানটি ফুলে যেতে পারে
দাঁতে দাঁত মেশানো যায় না ও মুখ খুলতে বা নাড়াতে কষ্ট হতে পারে
খাবার গিলতে কষ্ট হয়