
যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তার মধ্যেই ইউরোপে বাজার সম্প্রসারণ করছে টিকটক
বণিক বার্তা
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১১:১৬
ইউরোপে ই-কমার্স সেক্টর সম্প্রসারণে জোর দিয়েছে টিকটক শপ। আগামী সোমবার ফ্রান্স, জার্মানি ও ইতালিতে শপিং শাখা উন্মোচন করবে টিকটকের ফিচারটি। যদিও যুক্তরাষ্ট্রে এর কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। খবর রয়টার্স।
২০২১ সালে যুক্তরাজ্যে প্রথম শপিং শাখা চালু করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। দুই বছর পর ২০২৩ সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রেও প্লাটফর্মটি চালু হয়েছিল। গত বছর ছুটির মৌসুমে এর বিক্রিও ছিল অনেক বেশি। তবে দেশটিতে টিকটকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইটড্যান্সকে তাদের যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রির জন্য ৭৫ দিনের সময়সীমা বাড়িয়ে ৫ এপ্রিল পর্যন্ত সুযোগ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে ক্রেতা না পেলে অ্যাপটি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টিকটক অ্যাপ
- টিকটক অ্যাকাউন্ট