
মিরপুরের মাতৃ ও শিশুস্বাস্থ্য হাসপাতাল: জনবল সংকট দূর ও মানসম্মত সেবা নিশ্চিতে মনোযোগ প্রয়োজন
সময়ের পরিক্রমায় দেশে স্বাস্থ্যসেবা খাতের সম্প্রসারণ হয়েছে। কিন্তু সেই সঙ্গে নানা সংকটও প্রকট হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জাম সংকট, কোনোটাতেই নেই পর্যাপ্ত জনবল। বিশেষত সরকারি হাসপাতালগুলোয় এসব সংকটে প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা ব্যাহত হতে দেখা যাচ্ছে।
ফলে অনেকটাই খুঁড়িয়ে চলছে সরকারি হাসপাতাল। এসব হাসপাতালে মানসম্মত সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। আবার সেবা নিম্নমানের হওয়ায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্রতি মানুষ ঝুঁকছে, যদিও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা ব্যয় তুলনামূলক বেশি। তাছাড়া এদেশে একজন রোগীর স্বাস্থ্য খাতে পকেট ব্যয় প্রায় ৭৩ শতাংশ। আবার হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সারসহ নানা জটিল রোগে রোগীদের মধ্যে বিদেশে চিকিৎসা গ্রহণের প্রবণতাও বাড়ছে। এমন পরিস্থিতিতে বিশেষায়িত হাসপাতালগুলোয় জনবল সংকট আরো বেশি হতাশার উদ্রেক ঘটায়। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন লালকুঠি এলাকায় অবস্থিত ২০০ শয্যার মাতৃ ও শিশুস্বাস্থ্য হাসপাতাল তেমনই এক বিশেষায়িত হাসপাতাল।
- ট্যাগ:
- মতামত
- জনবল স্বল্পতা
- স্বাস্থ্যখাত
- জনবল সংকট
- জনবল