
এ বছর ওপেনএআইয়ের আয় তিন গুণ হবে
এ বছর আয় তিনগুণ হয়ে এক হাজার দুইশো ৭০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ ওপেনএআই।
২০২৫ সালে ওপেনএআইয়ের রাজস্ব বেড়ে যাওয়ার বিষয়টির মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’কে নিশ্চিত করেছে এ সংশ্লিষ্ট এক সূত্র। খবরটি প্রথম প্রকাশ করেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ।
চতুর্থ প্রান্তিকে বার্ষিক এক হাজার তিনশ কোটি ডলার আয়ের রেকর্ড করেছে ওপেনএআইয়ের প্রধান বিনিয়োগকারী ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার মাইক্রোসফট, যা এক বছর আগের আয়ের চেয়ে ১৭৫ শতাংশ বেশি।
এ সপ্তাহের শুরুতে নিজেদের ‘সি স্যুটে’ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে ওপেনএআই। তাদের দৈনন্দিন কার্যক্রম থেকে নিজের মনোযোগ সরিয়ে গবেষণা ও পণ্যের ওপর আরও বেশি মনোযোগ দেবেন কোম্পানিটির নির্বাহী প্রধান স্যাম অল্টম্যান।
ওপেনএআই বলেছে, তাদের পরিচালন প্রধান ব্র্যাড লাইটক্যাপের চলতি দায়িত্বের সঙ্গে ‘ব্যবসা ও দৈনন্দিন কার্যক্রম’ তদারকি করার কাজও যুক্ত হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বার্ষিক আয়