You have reached your daily news limit

Please log in to continue


কত মাসের জন্য মেয়র হচ্ছেন ইশরাক?

মেয়াদ পার করে যখন নতুন নির্বাচনের সময় হয়ে এল, তখন এল বিএনপি নেতা ইশরাক হোসেনের মামলা জেতার খবর।

২০২০ সালে নির্বাচনে হেরে ধানের শীষের প্রার্থী ইশরাক যে মামলা করেছিলেন, পাঁচ বছর পর বৃহস্পতিবার তার রায় দিয়েছে নির্বাচনি ট্রাইব্যুনাল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সেই নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গেজেট বাতিল করা হয়েছে রায়ে। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে।

অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হচ্ছেন। কিন্তু কত দিনের জন্য?

আওয়ামী লীগের সরকারপতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার গত অগাস্টেই দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করেছে। মেয়রের জায়গায় বসানো হয়েছে প্রশাসক।

তা যদি নাও হত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ থাকত আর মাস তিনেক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন