
ঈদে আসছে একগুচ্ছ নতুন গান
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ১১:৪৭
ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে এবারও প্রকাশিত হচ্ছে একগুচ্ছ নতুন গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পী ও সংগীত আয়োজকেরা নিজ উদ্যোগে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন নতুন গান। এরই মধ্যে কিছু গান প্রকাশ করা হয়েছে। ঈদের এসব নতুন গানের খবর থাকছে এ প্রতিবেদনে
আসিফের ‘ফিরে পাব কি আবার’
বছরজুড়ে নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ঈদ উপলক্ষে প্রকাশ পাবে আসিফের ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের গান। লিখেছেন ফারুক আনোয়ার, সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ। এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।