
কেটে যাক সব প্রতিবন্ধকতা
‘জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো’—রবি ঠাকুরের হৃদয়ছোঁয়া প্রার্থনা। বসন্তে যেমন চারদিকে ফুলের সমারোহ, তেমনি এই সময়ে খরার দাপটও প্রচণ্ড থাকে। আশপাশে যেদিকেই তাকাবেন, দেখবেন জলশূন্যতার প্রকট ছাপ আপনাকে বিঁধবে। নিজেদেরও ভেতরটা শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়; পশুপাখিসহ অন্য প্রাণীরাও এই সময়টাতে জলশূন্যতায় ভোগে।
প্রতিবন্ধকতাশুকনা মৌসুমের দৃষ্টান্ত টেনে কবিগুরু কী অসাধারণ লিখেছেন; নান্দনিক একটি প্রার্থনা! আসলে মানুষের জীবনে যেকোনো সময়েই শুষ্কতা আসতে পারে। নানা রকমের জীবন-যন্ত্রণায় মানুষ একেবারেই শুকিয়ে যায় আর এমন শুষ্কতার ক্ষেত্রে প্রকৃতির ঋতুবৈচিত্র্যের কোনো সম্পর্ক নেই। দুঃখ, কষ্ট, অসুখ, অভাব প্রভৃতির নানা প্রভাবে মানুষের মন থেকে বসন্ত হারিয়ে সেখানে খরার বেদনা আসন পেতে নিতে পারে যা খুবই কষ্টের, খুউব যন্ত্রণার! কিন্তু সহসা পথ না পেলে সেই মানুষটিই নিজেকে ধরে রাখতে বিকল্প পথ খোঁজে; কখনো সফল হয় আবার কখনো ব্যর্থ হয়।
- ট্যাগ:
- মতামত
- প্রতিবন্ধকতা