সঞ্চয়পত্র বিক্রিতে খরা কাটছে না

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ১১:৪২

দেশে চলতি অর্থবছরের শুরু থেকেই সঞ্চয়পত্র বিক্রি ইতিবাচক ধারায় ছিল। কিন্তু গত নভেম্বরে হঠাৎ এ খাতে বিনিয়োগ কমিয়ে দেন সাধারণ মানুষ। সঞ্চয়পত্র ক্রয় বা নবায়নের চেয়ে আগের সঞ্চয়পত্র ভেঙে টাকা তুলে নেওয়ার প্রবণতা বেড়ে যায়। এ পরিস্থিতিতে সরকার সুদের হার বাড়িয়েও সঞ্চয়পত্র বিক্রিতে খরা ঠেকাতে পারছে না।


মানুষ সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানো বাড়িয়ে দিলে সরকারের দিক থেকে নিট বিক্রি ‘ঋণাত্মক’ বলা হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ৩ হাজার ৯২১ কোটি টাকা ঋণাত্মক হয়েছে। এর আগের মাস নভেম্বরেও নিট বিক্রি ৩ হাজার ৪৩০ কোটি টাকা ঋণাত্মক ছিল। অর্থাৎ ওই দুই মাসে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর চাপ ছিল বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও