You have reached your daily news limit

Please log in to continue


ঈদযাত্রায় ট্র্যাফিক জ্যামে সময় কাটাবেন যেভাবে

ঈদের ছুটিতে কার বা বাসে করে ঢাকা থেকে দেশের বাড়ি যাওয়ার সময় ট্র্যাফিক জ্যামে আটকে পড়েনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। গাড়িতে বসে বসে ক্লান্তি আর বিরক্তি যেন পথযাত্রীদের নিত্যসঙ্গী। বিশেষ করে শিশুদের নিয়ে যাত্রা করলে এই সমস্যা আরও বেড়ে যায়। তবে কিছু সৃজনশীল উপায়ে এই সময়টাকে আনন্দময় করে তোলা সম্ভব। জেনে নিন সময় কাটানোর এমন কিছু উপায়-

১. খেলা ও গল্প বলা

শব্দ খেলা: শিশুদের সঙ্গে মজার শব্দ খেলা খেলতে পারেন। সন্তানের সঙ্গে কথা বলে সময় কাটালে ট্র্যাফিক জ্যামের স্মৃতিটি তাদের মনে আনন্দময় দিন হিসেবে থেকে যাবে।

গল্পের আসর: পরিবারের সদস্যদের নিয়ে পুরনো স্মৃতিচারণ করতে পারেন। নিজ নিজ স্মার্টফোনে মুখ লুকিয়ে না রেখে কথা বলুন। জ্যামে আটকা পড়া সময়টি আপনার সম্পর্কগুলোর গভীরতা বাড়ানোর কাজে লাগান।

ছোট কোন বোর্ড গেমস হাতের কাছে রাখতে পারেন। লুডুর মতো খেলাগুলো এখন ফোনের স্ক্রিনেও খেলা যায়। খেলার মধ্যে সময় ভালো কাটবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন