
নাজাতের দশকে শেষ জুমা
মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপার কৃপায় বিশ্ব মুসলিম উম্মাহ বিশেষ ইবাদতে রত থেকে মাহে রমজানের দিনগুলো অতিবাহিত করছেন। আমরা রমজানের একেবারে শেষ প্রান্তে রয়েছি। আজ সাতাশ রমজান আর পবিত্র মাহে রমজানের শেষ জুমা।
রমজান মাসের শেষ শুক্রবারকে 'জুমাতুল বিদা' নামে অভিহিত করা হয়। ‘জুমা’ আরবি শব্দটির বাংলা অর্থ শুক্রবার আর 'বিদা' অর্থ শেষ। জুমাতুল বিদা অর্থ শেষ শুক্রবার। এটি নব আবিষ্কৃত একটি পরিভাষা। শরিয়তে জুমাতুল বিদার কোনো অস্তিত্ব আছে কিনা আমার জানা নেই।
- ট্যাগ:
- মতামত
- রমজান
- জুমাতুল বিদা