অনলাইন বুলিং নিয়ন্ত্রণে স্কুলের সঙ্গে কাজ করবে ইনস্টাগ্রাম

বণিক বার্তা প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ১০:৫৫

যুক্তরাষ্ট্রের স্কুলগুলোর সঙ্গে নতুন অংশীদারত্ব কর্মসূচি চালু করেছে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। এ কর্মসূচির মাধ্যমে যাচাইকৃত স্কুল অ্যাকাউন্টের জমা দেয়া অভিযোগের ওপর দ্রুত ব্যবস্থা নেয়া হবে। অর্থাৎ অ্যাপের নিয়ম লঙ্ঘন করে এমন পোস্ট বা অ্যাকাউন্টে যদি কোনো নিবন্ধিত স্কুল রিপোর্ট করে, তবে ইনস্টাগ্রাম সেসব রিপোর্ট দ্রুত পর্যালোচনা করবে ও ব্যবস্থা নেবে। খবর টেকক্রাঞ্চ।


ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটা জানিয়েছে, কর্মসূচিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সব মাধ্যমিক ও হাই স্কুলে চালু রয়েছে। এর মাধ্যমে অ্যাপের নির্দেশিকা লঙ্ঘন করতে পারে এমন পোস্ট বা ছাত্রদের অ্যাকাউন্টে স্কুল সরাসরি রিপোর্ট করতে পারে। অগ্রাধিকারের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে প্রতিবেদনগুলো পর্যালোচনা করা ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্কুলগুলোকে সতর্কও করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও