
বাসা ফাঁকা রেখে ঈদে বাড়ি যাওয়ার আগে এই কাজগুলো করুন
শক্তিশালী তালা ব্যবহার করুন
বাসাবাড়ির নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে দরজায় সাধারণ তালা ব্যবহারের চেয়ে পাসওয়ার্ডনির্ভর বা ডিজিটাল তালা ব্যবহার করুন। বর্তমান বাজারে অনেক স্মার্ট লক পাওয়া যায়, যা মুঠোফোনের অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এতে তালা ভাঙার ঝুঁকি কমে এবং বাসার নিরাপত্তা জোরদার হয়। শুধু বাইরের দরজাই নয়, বাসার ভেতরের জানালা ও দরজার নিরাপত্তা নিশ্চিত করুন। বিশেষ করে বারান্দা ও বাথরুমের দরজা ভালো করে বন্ধ করুন। দরজায় শক্ত গ্রিল ও লক ব্যবহার করুন। জানালার জন্য নেট ও গ্লাসের সঠিক ব্যবস্থাপনা রাখুন। এতে বাইরের কেউ সহজে প্রবেশ করতে পারবেন না।
সিসিটিভি ক্যামেরা সংযোগ করুন
ঘর ও ঘরের বাইরের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা সংযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক সিসিটিভি ক্যামেরা মুঠোফোনের সঙ্গে সংযুক্ত করা যায়, যার মাধ্যমে দূর থেকেও বাসার পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব। সিসিটিভি ক্যামেরার লাইভ ফিড নিয়মিত পর্যবেক্ষণ করাও জরুরি। অস্বাভাবিক কিছু লক্ষ করলে সঙ্গে সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পারবেন। এ সময় সার্বক্ষণিক সিকিউরিটি গার্ডের উপস্থিতি নিশ্চিত করুন।
- ট্যাগ:
- লাইফ
- নিরাপত্তা
- ঈদে বাড়ি ফেরা